Home » জাতীয় » অগ্নিবীণা সংসদের নির্বাচনে শফি-মনোয়ার প্যানেল জয়ী

অগ্নিবীণা সংসদের নির্বাচনে শফি-মনোয়ার প্যানেল জয়ী

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বারিয়াপুর অগ্নিবীণা সংসদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রধান নির্বাচন কমিশনার প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এবং শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ড এর তত্বাবধানে অগ্নিবীণা সংসদের নিজস্ব হল রুমে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি হিসেবে পূণরায় নির্বাচিত হন শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আনিছুর রহমান মনোয়ার। এছাড়াও শফি-মনোয়ার প্যানেলের সহ-সভাপতি পদে আব্দুর রউফ, সহ-সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, কোষাধ্যক্ষ পদে ইলিয়াস মাহমুদ, সমাজ কল্যাণ পদে ইসহাক আলী, প্রচার সম্পাদক পদে আনোয়ার হোসেন এবং কার্যকরী সদস্য পদে আব্দুল হাই রমেনসহ পূর্ণ প্যানেল নির্বাচিত হন।

10 Shares