Home » সাহিত্য » অতীত-জামিমা ইসলাম

অতীত-জামিমা ইসলাম

(১ম অংশ)

সবারি অতীত থাকে।অতীত কী?বর্তমান সময়ের আগে যা ঘটে তাকেই তো বলে অতীত।কারো অতীত ভালো,কারো খারাপ আর কারো অতীত ভয়ানক। আমার অতীত ভয়ানক বলা যেতে পারে।খুলেই বলি।আমি তখন ক্লাস ফাইভে পড়ি।আমার একটা গ্রুপ ছিল।আমরা পাঁচজন ছিলাম।আমি,রাইসা,তানহা,ঋতু আর ইফা।সেদিন আমরা থার্ড্ বেঞ্চে বসেছিলাম।শুরুতে বসেছিল ঋতু,তারপর আমি,তারপর রাইসা,তারপর তানহা আর কোনায় বসেছিল ইফা।ইফা খুব ভালো।ওকে নিয়েই এই কাহিনি।টিফিন টাইমে ইফা তানহাকে বলছিল,“জানিস,আমাদের পাড়ায় একটা ছেলে অদ্ভুত আচরণ করছিল।সবাই বলছিল ছেলেটা নাকি পাগল।আমার কিন্তু মনে হয় ছেলেটাকে ভুতে ধরেছিল।”

ইফা ছাড়া আমাদের গ্রুপে আর কেউ ভুতে বিশ্বাসি ছিল না।তাই তানহা বলল,“তোর এরকম মনে হওয়ার কারণ?”

(চলমান)

 

13 Shares