Home » জাতীয় » অতীত-জামিমা ইসলাম

অতীত-জামিমা ইসলাম

(দিতীয় অংশ)

ইফা বলল,“কারণ তো আমিও প্রথমে জানতাম না।কারণ ছাড়া তো সবাইকে বলে বেড়তে পারব না।আমাকেও পাগল ভাববে।তাই আমি ছেলেটার পরিবার সম্পর্কে খোঁজখবর নেয়া শুরু করলাম।শেষে জানতে পারলাম ছেলেটার একটা বোন ছিল।নাম নিলিনা।ও একদিন স্কুলে মোবাইল নিয়ে এসে ধরা পরেছিল।শাস্তি হিসেবে হেড টিচার ওকে স্কুল থেকে টি.সি. দিয়েছিল।এজন্য সে হেড টিচারের উপর রাগে আত্মহত্যা করেছিল।তারপর আত্মা হয়ে ভাইয়ের উপর চেপেছিল।গলা টিপতে গিয়েছিল হেড টিচারের।কিন্তু জনগণের জন্য পারেনি।এবার বুঝলি কেন মনে হয়েছিল?”

তানহা হতাশার ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল।

(চলমান)

18 Shares