Home » জাতীয় » অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন

অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন

ভোলা প্রতিনিধি :
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন সাবেক উপ-মন্ত্রী,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
সোমবার(১৫ মার্চ) সকালে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নতুন ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন-চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন , উপজেলা লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাশন পৌরসভার নবনির্বাচিত মেয়র এস এম মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান ও দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

0 Shares