আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পরে নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বিবিসি
মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ”অভিনন্দন বিশ্ব, এখন শান্তির সময়।”
ইরানের হামলার বিষয়ে তিনি লিখেছেন, ইরানের প্রতিক্রিয়া “খুবই দুর্বল” এবং “আমাদেরকে আগেই নোটিশ দেয়ার জন্য” তাদেরকে ধন্যবাদ।
“ইরান তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংসের প্রতিক্রিয়া খুবই দুর্বলভাবে দিয়েছে, যা আমরা আশা করেছিলাম এবং খুবই কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে,” ট্রুথ সোশ্যালে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ওই অঞ্চলের শান্তির জন্য কাতারের আমির যা করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।
তিনি বলেছেন, ইরান ১৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ১৩টি “ধ্বংস” করা হয়েছে এবং আরেকটি অন্যদিকে চলে গেছে।
ওই হামলায় কোনও আমেরিকানের ক্ষতি হয়নি এবং “তেমন কোনো সম্পদের ক্ষয়-ক্ষতিও হয়নি”, তিনি বলেছেন। এমনকি কাতারের কোন বাসিন্দাও নিহত বা আহত হয়নি, জানান ট্রাম্প।
“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তারা তাদের ‘সিস্টেম’ থেকে সবকিছু বের করে এনেছে এবং আশা করি, আর কোনও ঘৃণা থাকবে না। আমাদেরকে আগেই নোটিশ দেয়ায় আমি ইরানকে ধন্যবাদ জানাতে চাই,” তিনি বলেছেন।
“সম্ভবত ইরান এখন এই অঞ্চলের শান্তি ও সম্প্রীতির দিকে এগোতে পারে, এবং আমি উৎসাহের সঙ্গে ইসরায়েলকেও একই কাজ করতে বলবো,” ট্রাম্প বলেন।
Newturn24.com Latest News Portal