আসাদ হোসেন রিফাতঃ
অভিনব কায়দায় মাদক পরিবহনকালে লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকদ্রব্যসহ মোটরসাইকেল আটক করেছে বিজিবি।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনস্থ সিংগীমারী বিওপির টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ০২ নভেম্বর ২০২৫ তারিখ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সিংগীমারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এমপির বাগান নামক এলাকায় অভিনব কায়দায় মাদক পরিবহনকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে চালক পালিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেলটি তল্লাশি করে সীট কাভারের নিচে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত মালামালের সর্বমোট মূল্য-১,৪৫,০০০/- টাকা (এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা) বলে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ।
Newturn24.com Latest News Portal