Home » অর্থনীতি » অভিযুক্ত ৬৬ গার্মেন্টসের কাছে ব্যাখ্যা চেয়েছে বিজিএমইএ

অভিযুক্ত ৬৬ গার্মেন্টসের কাছে ব্যাখ্যা চেয়েছে বিজিএমইএ

নিউটার্ন ডেস্ক
বন্ড-সুবিধার অপব্যবহারে অভিযুক্ত ৬৬টি গার্মেন্টসের কাছে ব্যাখ্যা চেয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। ইতিমধ্যে ২৬টি কারখানা বিজিএমইএর কাছে নিজেদের অবস্থান তুলে ধরে ব্যাখ্যা দিয়েছে। সম্প্রতি শুল্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিএমইএর এক সভায় সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বন্ড-সুবিধার অপব্যবহার ইস্যুতে ৬৬টি গার্মেন্টস কারখানার একাটি তালিকা বিজিএমইএর কাছে পাঠিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঐ তালিকা নিয়ে দৈনিক ইত্তেফাকে একটি প্রতিবেদন প্রকাশের পর এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর গত ৮ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় কাস্টমস বন্ড কমিশনারেট অফিসে উভয় পক্ষের সমন্বয়ে গঠিত যৌথ ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক, কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ূন কবীর ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার ও বিজিএমইএর ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার বিষয়বস্তু নিয়ে বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়, সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ভিত্তি একই ধরনের নয়। এগুলো বিচার-বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক ইত্তেফাককে বলেন, ‘আলোচ্য অভিযোগের বিষয়ে আমরা কারখানাগুলোকে মতামত দেওয়ার জন্য বলেছিলাম। ২৬টি কারখানা জবাব দিয়েছে। এটি আমরা বন্ড কমিশনারেট অফিসে দিয়েছি।’ তিনি আরো বলেন, সুতার ক্ষেত্রে দুই-তিন কাউন্টের হেরফের স্বাভাবিক। এটি কর্মকর্তারাও স্বীকার করেছেন। এছাড়া বন্ড-সুবিধার অপব্যবহারকারী কারখানা ১ শতাংশেরও কম। এর জন্য পুরো খাত ক্ষতিগ্রস্ত হতে পারে না।

বৈঠক সূত্র জানিয়েছে, কাস্টমস বন্ড কমিশনারেটের তৈরি তালিকায় বেনাপোল কাস্টমস হাউজের তালিকায় থাকা ৮টি গার্মেন্টসের নাম অভিযুক্তের তালিকায় আসার বিষয়ে আপত্তি তোলে বিজিএমইএ। বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, ঐ কারখানাগুলোর বিরুদ্ধে অভিযোগটি এখনো নিরীক্ষা পর্যায়ে। পরে সভায় ঐ কারখানাগুলোকে তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে বিজিএমইএ।

0 Shares