অভয়নগর( যশোর) প্রতিনিধি :
যশোরের অভয়নগরে উজ্জ্বল মোড়ল(৪২) নামের এক ফল ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতকারীরা বাড়ি লুট করার উদ্দেশ্য হানা দিয়ে বাড়ির গেট ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী উপজেলার লক্ষিপুর গ্রামের মৃত- ইসমাইল মোড়লের ছেলে উজ্জ্বল মোড়ল বাদি হয়ে অভয়নগর থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রবিবার ৭ জুলাই দিবাগত রাত আনুঃ ১২.৪০ মিনিটের সময় উপজেলার লক্ষীপুর গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে ঘটেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী উজ্জ্বল একজন ফল ব্যবসায়ী, ঘটনার রাতে তার বাড়িতে ব্যবসার ১ লাখ ৮০ হাজার টাকা, সেই টাকা লুট করার উদ্দেশ্যে আসামিরা ভুক্তভোগীকে বাহির থেকে ডাকাডাকি করে। সরল মনে ভুক্তভোগী উজ্জ্বল গেট খুলে বাড়ির বাইরে আসিলে আসামিরা তাকে আটকে রেখে বাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করে এবং ভুক্তভোগীকে মারপিট করে। ভুক্তভোগী কৌশলে বাড়ির মধ্যে ঢুকে গেট আটকিয়ে তার স্ত্রীসহ চিৎকার করতে থাকে এবং জরুরি সেবা ৯৯৯ নং এ ফোন করে। এমতাবস্থায় স্থানীয়রা এগিয়ে আসলে দুষ্কৃতকারীরা গেট ভাংচুর চালিয়ে ভুক্তভোগীকে হত্যা করার হুমকি দিয়ে পালিয়ে যায়।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।