Home » আন্তর্জাতিক » অমিত শাহ বিজেপির সভাপতির দায়িত্ব ছাড়ছেন !

অমিত শাহ বিজেপির সভাপতির দায়িত্ব ছাড়ছেন !

 

 

অবশেষে সোমবার বিজেপি সভাপতি অমিত শাহ নিজেই জানিয়েছেন, নতুন সভাপতি পেতে যাচ্ছে দল।

এ বছরের শেষের দিকেই সাংগঠনিক নির্বাচন হলে দলের নেতৃত্বের জন্য নতুন নেতা নির্বাচন করা হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই দলের মধ্যে থেকে নতুন একজন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন।

অমিত শাহ বলেন, আনুষ্ঠানিকভাবে দলের সভাপতির আসনে না থাকলেও আমি পর্দার আড়াল থেকে দলকে পরিচালনার ‘সুপার পাওয়ার’ হিসেবে কাজ করব এমন ধারণা মোটেও ঠিক নয়।

তিনি আরও জানান, ২০১৪ সালে তিনি বিজেপি প্রধানের দায়িত্ব নেয়ার সময়ও ঠিক এমনই কথা উঠেছিল এবং একবার তার বদলে অন্য কেউ এসে সংগঠনের হাল ধরলেই সব জল্পনা শেষ হবে।

বিজেপি যে নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ীই পরিচালিত হবে, সে কথার উল্লেখ করে অমিত বলেন, এটি (বিজেপি) কংগ্রেস নয় এবং কেউ একে পর্দার আড়াল থেকে চালাতে পারবে না।

নিউটার্ন.কম/AR

0 Shares