Home » জাতীয় » আগুনে পুড়েছে ৩টি ঘর গরু ছাগল

আগুনে পুড়েছে ৩টি ঘর গরু ছাগল

বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শার বসতপুরে আগুন লেগে তিনটিঘর ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়িয়ে মারা গেছে বারোটি ছাগল একটি গরু 8 টি হাঁস। এতে ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ সময় পশু বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছে ঘর মালিক বসতপুর গ্রামের ফজলুল হকের ছেলে মকবুল হোসেন।


প্রত্যাক্ষ দর্শী ও স্থানীয়রা জানান শুক্রবার ভোররাতে আকস্মিক আগুন লাগে শার্শা উপজেলার বসতপুর গ্রামের মকবুল হোসেনের বাড়িতে। দাউদাউ করে জ্বলতে থাকে বসতবাড়ি। রান্নাঘর ও গোয়ালঘর। এসময় তাদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে ও বেনাপোল ফায়ার স্টেশনের কর্মিরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গৃহপালিত পশু ও বসত বাড়ি। নির্বাক হয়ে পড়ে পরিবারের সদস্যরা।
আহত মকবুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তার অবস্থা আশংকাজনক।

0 Shares