Home » জাতীয় » আজ কালিয়াকৈর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ কালিয়াকৈর যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউটার্ন ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আজ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন।

এরই মধ্যে সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে আনসার ভিডিপি সদস্যরা সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে সমবেত হয়েছেন। সমাবেশ উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকতার চূড়ান্ত মহড়া শেষ হয়েছে।

আনসার ও ভিডিপিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বীরত্বপূর্ণ ও সেবামূলকসহ বিভিন্ন ক্যাটাগরিতে আনসার ও ভিডিপি সদস্যদের পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

নিউটার্ন.কম/RP

9 Shares