Home » জাতীয় » আটকে পড়া এক শিশুকে উদ্ধারে চলছে অভিযান!

আটকে পড়া এক শিশুকে উদ্ধারে চলছে অভিযান!

 

ঢাকার কাছে নারায়ণগঞ্জে একটি ধসে পরা ভবনের ভেতরে আটকে পড়া একটি শিশুকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে দমকল বাহিনী।
রবিবার বিকেলে বাবুরাইল এলাকায় ওই ভবনটি হঠাৎ ধসে পড়লে শিশুটি এর ভেতরে আটকে পড়ে বলে ধারণা করা হয়।ইফতেখারআহমেদ ওয়াজিদ নামে ১২ বছর বয়সী এই শিশুটি এখনো বেঁচে আছে না কি নেই, সেটা এখনো স্পষ্ট নয়।

দমকল বাহিনী জানাচ্ছে, ভবনটির ঠিক কোন জায়গাটিতে শিশুটি রয়েছে সেটা নিশ্চিত হতে পারেনি তারা। তবে শিশুটিকে উদ্ধারের আপ্রান চেষ্টা করা হচ্ছে এবং রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই উদ্ধার অভিযানএখনো অব্যহত আছে।

শিশুটির পিতা জানান, তার ষষ্ঠ শ্রেনী পড়ুয়া ছেলে প্রতিদিন ওই ভবনে আরবি পড়তে যেত।রবিবারও গিয়েছিল। বিকেলে পড়া শেষে সে বেরিয়েও গিয়েছিল। কিন্তু সে ভেতরে ফেলে আসা কোরান শরিফ আনতেআবার ফিরে যায় ভবনটির ভেতরে।এরই এক পর্যায়ে ভবনটি ধসে পড়ে, জানাচ্ছেন শিশুটির পিতা মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল।শিশুটিকেও তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না।

ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা।এই ভবন ধসের ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন।ভবনটি ধসে পাশের খালে গিয়ে পড়ে।চারতলা ভবনটির তিন তলা পর্যন্ত নির্মাণ কাজ এর আগে শেষ হলেও সম্প্রতি চতুর্থ তলার নির্মাণ কাজ চলছিল।

আটকে পড়া শিশুটির মায়ের সঙ্গে কথা হয় বিবিসির। তিনি বলেন, “আমি আমার ছেলেকে জীবিত চাই। ওরে বের করেন। ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে।”(সূএ;বিবিসি)

নিউটার্ন.কম/RJ

101 Shares