আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১ টায় । উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন,
মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা. উত্তম কুমার পাল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ,
এ সময় উপস্থিত ছিলেন স্বরমুশিয়া ইউনিয়নের
চেয়ারম্যান আব্দুস ছাত্তার, শুনই ইউনিয়নের
চেয়ারম্যান রোকন উজ্জামান রোকন, লুনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান কবীর,
দুওজ ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল হক তালুকদার,
সুখারী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান প্রমুখ।