আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়ায় জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি)
সকাল ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
তেলিগাতী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হক চন্দন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মে আতিকুর রহমান খান, বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলুফার নাসরিন, তেলিগাতী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ,বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীবৃন্দ,ছাত্রছাত্রীবৃন্দ প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ জুলাই বিপ্লবে অবদানের জন্য বিপ্লবে অংশগ্রহণকারীদের ফুলের তোড়া হাতে তুলে দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।