Home » প্রধান খবর » আনন্দের বান শর্মা পরিবারে

আনন্দের বান শর্মা পরিবারে

বিনোদন ডেস্ক, নিউটার্ন.কম : আনন্দের বান ডেকেছে কপিল শর্মা পরিবারে। মেয়ের মা হলেন গিন্নি চথরথ। দম্পতির কথা, লক্ষ্মী এলেন ঘরে! সোশ্যালে সেই খবর জানিয়ে সবার আশীর্বাদ চেয়েছেন শর্মা দম্পতি। বললেন, ‘আশীর্বাদ করুন মেয়েকে। যাতে সারা জীবন সুখে কাটাতে পারে।’ প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে জলন্ধরে গাঁটছড়া বাঁধেন কপিল-গিন্নি। গ্র্যান্ড রিসেপশন দেন মুম্বাই-অমৃতসরে। এরপর জুলাইয়ে জানা যায়, গিন্নি অন্তঃসত্ত্বা।

নিউটার্ন.কম/এআর

12 Shares