Home » বিনোদন » আবারও সরকারি অনুদানের ছবিতে রুনা খান
আবারও সরকারি অনুদানের ছবিতে রুনা খান

আবারও সরকারি অনুদানের ছবিতে রুনা খান

বিনোদন ডেস্ক, নিউটার্ন.কম :

নাটকেই নিয়মিত অভিনয় করেন রুনা খান। তবে সিনেমায়ও নাম লিখিয়েছেন তিনি। সম্প্রতি নতুন একটি ছবিতে কাজ শুরু করেছেন এই অভিনেত্রী। ছবির নাম ‘একটি না বলা গল্প’। এটি পরিচালনা করছেন পঙ্কজ পালিত। এটি সরকারি অনুদানের ছবি। অনুদানের ছবিতে এটাই তার প্রথম অভিনয় নয়। এর আগে এ ধরনের চারটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুনঃ ১৬ জানুয়ারি পর্দা উঠছে ‘ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর

ফিরেই শুটিংয়ে রিচি

নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, এর আগে আমি ছিটকিনি নামে একটি ছবিতে কাজ করেছি; যার সিমোটোগ্রাফি করেছিলেন শ্রদ্ধেয় পঙ্কজ পালিত। একটি না বলা গল্প তার পরিচালনায় প্রথম ছবি। গল্পটা এক কথায় খুবই ভালো, আমার চরিত্রটাও চমৎকার। সবমিলিয়ে কাজটিও খুব ভালো হচ্ছে। এই অভিনেত্রীর জন্মদিন সোমবার। দিনটি তিনি শুটিং স্পটেই কাটাবেন। নবাবগঞ্জের দোহারে এই ছবির শুটিংয়ে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত অবস্থান করবেন তিনি।

নিউটার্ন.কম/এআর

 

0 Shares