Home » বিনোদন » আরও কাছাকাছি অঙ্কুশ-ঐন্দ্রিলা

আরও কাছাকাছি অঙ্কুশ-ঐন্দ্রিলা

 

আন্তর্জাতিক ডেস্ক
করোনা আতঙ্কে বেশ কিছু দিন ধরেই একেবারে গৃহবন্দি অঙ্কুশ-ঐন্দ্রিলা। বাতিল হয়ে গিয়েছে লন্ডন যাত্রা। শুটিং-ও বন্ধ। ফাঁক পেলেই লং ড্রাইভে বেরিয়ে পড়া টলি পাড়ার এই দুই লাভ বার্ডস আপাতত রয়েছেন হোম আইসোলেশনেই।

হাতে অফুরন্ত অবসর। আর এই হঠাৎ পাওয়া কর্মবিরতিতে আপাতত বাড়িতেই কোয়ালিটি টাইম কাটাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। অঙ্কুশের বাইপাসের বাড়িতেই কখনও ইন্ডোর গেম খেলে আবার কখনও বা একসঙ্গে সিনেমা দেখে দিন কাটছে তাদের। ইনস্টাগ্রামে সেই ভালবাসা মাখা মুহূর্ত ভাগও করে নিচ্ছেন অনুরাগীদের জন্য।

ঐন্দ্রিলার জন্মদিন এই মাসেরই ৩১ তারিখ। করোনা সংকটে বাইরে বেরোনোয় যাবে না। তবে কি কেক না কেটেই এ বার জন্মদিন পালন করতে হবে ঐন্দ্রিলাকে? অঙ্কুশ বললেন, “এখন তো হোম আইসোলেশনেই রয়েছি। ওই দিনও বাড়িতেই থাকব। দেখি বাড়িতেই কোনও প্ল্যান বানাতে পারি কী না।”

তবে এই মুহূর্তে কোনওভাবেই যেন বাইরে কেউ না বেরোয়, সে আর্জিও জানিয়েছেন অভিনেতা।

11 Shares