Home » জাতীয় » আসছে নতুন অনলাইন পোর্টাল ‘সারাক্ষণ ডট কম

আসছে নতুন অনলাইন পোর্টাল ‘সারাক্ষণ ডট কম

 

নিউটার্ন ডেস্ক :
আগামীকাল শুক্রবার বিকেল ৩টা থেকে সারাক্ষণ মিডিয়া লিমিটেডের অনলাইন পোর্টাল ‘সারাক্ষণ ডট কম’ (sarakhon.com)-এর পথচলা শুরু হবে। অনলাইন পোর্টালটি নিয়ে facebook লেখা হয়েছে- এই প্যান্ডামিকের কালে সবকিছু যখন নানান সমস্যায়, সে সময়ে শুধু মানুষের ওপর সর্বোপরি বন্ধু ও শুভানুধ্যায়ীদের ওপর আস্থা রেখে এ শুভ যাত্রা শুরু করতে যাচ্ছি। সবার শুভেচ্ছা ও প্রতিমুহূর্তের পরামর্শই আমাদের মূল শক্তি। সবাই সহযোগিতা করবেন, যাতে ধীরে ধীরে আপনাদের চাহিদা পূরণ করতে সমর্থ হই। সবার কাছে শুভ কামনা প্রার্থনা করি।

0 Shares