Home » অর্থনীতি » ইস্টার্ন ব্যাংকের ইপিএস কমেছে!

ইস্টার্ন ব্যাংকের ইপিএস কমেছে!

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিক (জুলাই’১৯-সেপ্টেম্বর’১৯) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির ইপিএস কমেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৯২ টাকা। এছাড়া নয় মাসে (জানুয়ারি’১৯-সেপ্টেম্বর’১৯) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২.৮৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৪৬ টাকা। এই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৫.০২ টাকা এবং শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভিপিএস) ২৯.৮১ টাকা।

নিউটার্ন.কম/RJ

5 Shares