Home » কৃষি » ঈদকে সামনে রেখে জমে উঠেছে যশোরের শার্শার বেলতলা আমেরহাট

ঈদকে সামনে রেখে জমে উঠেছে যশোরের শার্শার বেলতলা আমেরহাট

 

 

এম এ রহিম, বেনাপোল যশোর :
ঈদকে সামনে রেখে জমে উঠেছে দক্ষিণ বঙ্গের বৃহৎ যশোরের শার্শার বেলতলা আমের বাজার। প্রতিদিন ৩থেকে ৪হাজার টন আম যাচ্ছে ঢাকা চিটাগাং সহ দেশের বিভিন্ন বাজারে। আমের দ্বিগুন দাম পেয়ে খুশি চাষিরা।

 

 

যশোর ও সাতক্ষীরা জেলার মধ্যবর্তী স্থান বেলতলায গড়ে উঠেছে বড় আমের হাট। এলাকার বিভিন্ন উপজেলা থেকে আসে আম। গড়ে উটেছে শতাধিক আমের আড়ট। হাজারও শ্রমিকের কর্মসংস্থান হয় এখানে। ভাল মানের আম কিনতে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারিরা আসেন হাটে। তবে এবার আমের দাম বৃদ্ধিতে চাষিরা লাভবান হলেও ব্যবসায়ীরা জানাচ্ছেন লোকসানের কথা।
নওহাটা থেকে আসা ব্যাপারি ফটিক সরদার বরিশালের আরমান গাজি বলেন বেলতলা হাটে ভাল মানের আম পাওয়া যায় তাই বেশি দাম হলেও এখানে আসেন তারা। তবে এবার দাম দ্বিগুন হওয়ায় তাদের লাভ হচ্ছে কম।

 


স্থানীয় শ্রমিক ফরিদ ও মনির হোসেন বলেন দুই মাস এখানে আমের কাজ করে পারিশ্রমিক পান ভাল। পরিবার নিয়ে শান্তিতে আছেন তারা।

২ মাস ধরে চলে আমের কেনাবেচা। শুরুর দিকে গোবিন্দভোগ,গোপালভোগসহ আটির আম বাজরে আসায় দামছিল কিছুটা কম। আম মৌসুমের শেষের দিক সহ এবার ফলন হয়েছে কম। তবে আমের চাহিদা থাকায় লাভবান হচ্ছেন আম বাগানীরা। বেলতলা বাজার থেকে প্রতিদিন ২শতাধিক ট্রাক আম এলাকার বাইরে রফতানি হচ্ছে বলে জানান স্থানীয় ব্যবসায়িরা ।

আরসাদ আলী ও কাশেম আলি বলেন, এবার ২০/৫০ বিঘা জমিতে করেছেন আমের চাষ। ফলন কম হলেও দাম ভাল পাওয়ায় খুশি তারা। গত বছর ফলন বেশি হলেও দাম কম পাওয়ায় লোকসান হয়েছিল বলে জানান চাষিরা।

চলতি মৌসুমে উপজেলায় আমের দাম দ্বিগুন পাচ্ছে চাষিরা। ফলে আমে আগ্রহ বাড়ছে তাদের। বেলতলা হাটের আম দেশের বাইরে রফতানি হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।দীপক কুমার মন্ডল।
উপজেলায এবার ৯ হেক্টর জমিতে হয়েছে আম চাষ । বৃদ্ধি পাচ্ছে চাষি ও আম বাগান।
উল্লেখ্য
যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে লেংড়া আম ও হিমসাগর আম পাড়ার তারিখ নির্ধারণ করা হয়। ফলে আমচাষি ও বাগান মালিকরা একযোগে আম পাড়তে শুরু করে। ফলে চাহিদার তুলনায় যোগান কম হওয়াতে বেড়ে যায় দাম।

0 Shares