Home » আন্তর্জাতিক » একের পর এক শাহরুখের ফ্লপ ছবি, মুখ খুললেন করণ জোহর

একের পর এক শাহরুখের ফ্লপ ছবি, মুখ খুললেন করণ জোহর

নিউটার্ন ডেস্ক
শাহরুখ খানের কয়েকটা সিনেমা হয়তো আশানুরূপ পারফর্ম করেনি। কিন্তু এতে তার সুপারস্টারডমের জৌলুস এক ফোঁটাও কমে নি। শনিবার এক অনুষ্ঠানে শাহরুখের সম্পর্কে বলতে গিয়ে এমনটাই জানালেন করণ জোহর।

শাহরুখ খানের সঙ্গে করণের বন্ধুত্বের কথা কারোর অজানা নয়। বন্ধু হিসাবেই শাহরুখের পাশে দাঁড়ালেন জনপ্রিয় পরিচালক। বলিউডের সব থেকে সুপুরুষ অভিনেতা কে? এ প্রশ্নে উত্তরে অকপটে শাহরুখের নামটাই উচ্চারণ করলেন করণ।

তিনি বলেন, ‘শাহরুখ একজন অসাধারণ অভিনেতা ও মেগাস্টার। তার সুপারস্টারডমের দিকটি ভুললে চলবে না। শাহরুখের মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে। জনপ্রিয় তারকা হিসাবে কারও কথা ভাবা হলেই মাথায় আসে শাহরুখের নাম। এটা তার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না।’
বেশ কিছুদিন হলো অভিনয় জীবন থেকে কিছুটা দূরেই কিং খান। সে বিষয়েও মুখ খুললেন করণ। তিনি বলেন, ‘নিজেকে বুঝতে ও নতুন করে গড়তে শাহরুখ এক বছরের জন্য ছুটি নিয়েছেন। এরপর শাহরুখ নতুন সিনেমা নিয়ে এগোলেই সেটাই বলিউডের আলোচনার মূল বিষয় হবে। কয়েকটা বাঁধা এলেও কোনও অংশেই কমে শাহরুখের কৃতিত্বকে খাটো করে দেখা যায় না।’

9 Shares