Home » আন্তর্জাতিক » একের পর এক ৫০ গাড়ি দুর্ঘটনার কবলে (ভিডিও)

একের পর এক ৫০ গাড়ি দুর্ঘটনার কবলে (ভিডিও)

 

আন্তর্জাতিক ডেস্ক, নিউটার্ন.কম : তুষার ঝড়ের কারণে দুর্ঘটনার কবলে পড়েছে ৫০টির বেশি গাড়ি। সেই দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। সেখানে দেখা যায়, রাস্তায় বরফকুচির ওপর দিয়ে যেতে গিয়ে পিছলে যাচ্ছে গাড়িগুলো। সামনের গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতে পেয়েও কিছু করার নেই, তাতেই ধাক্কা মারছে পেছনের গাড়ি।

যুক্তরাষ্ট্রের আইওয়া প্রদেশের পেট্রলিং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তুষারপাতের ফলে এই দুর্ঘটনা হয়। আর তাতে একজন গুরুতর আহত হন। এ ছাড়া বড় কিছু ঘটেনি।

আইওয়ায় আলটুনা ও ডেস মোইনেসের মাঝে ইন্টারস্টেট মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। তুষারপাতের ফলে দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছিল যে, কিছু দূরের গাড়ি দেখতে পাচ্ছিলেন না পেছনের গাড়ির চালকরা। ফলে একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় সেই ঘটনা ধরা পড়েছে।

পরে সেগুলি প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। হেলিকপ্টার ও ড্রোন থেকেও নজর রাখা হয় পরিস্থিতির ওপর। সেই ভিডিও প্রকাশ করা হয়েছে।

হেলিকপ্টার ও ড্রোন থেকেও নজর রাখা হয় পরিস্থিতির ওপর। সেই ভিডিও প্রকাশ করা হয়েছে।

মন্তব্য

সাতদিনের সেরা

নিউটার্ন.কম: /AR

2 Shares