Home » আন্তর্জাতিক » এক ক্রিমেই বয়স কমেছে ১০ বছর!

এক ক্রিমেই বয়স কমেছে ১০ বছর!

নিউটার্ন.কম
মুখের রঙ ফর্সা করার জন্য নানা ধরনের ক্রিম মেখে থাকেন নারীরা। তবে এসব রঙ ফর্সার নামে যেসব ক্রিম বাজারে বিক্রি করা হয় তা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর।

এমনকি মুখে ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে। রঙ ফর্সা করার জন্য শুধু ক্রিম নয়, আছে ইনজেকশন ও ট্যাবলেট।খবর-বিবিসি বাংলার।

এসব খবরের পাশাপাশি এখন আবার শোনা গেল অন্য একটি ক্রিম সম্পর্কে। যে ক্রিম মাখলে নাকি বয়স ১০ বছর কমে যাবে।

তবে ব্রিটিশ স্কিন ফাউন্ডেশন বলছে, ত্বক ফর্সা করার জন্য আসলে নিরাপদ কোনো উপায় নেই।

তারা জানাচ্ছেন, ত্বক ফর্সা করার জন্য বাজারে যেসব ক্রিম বিক্রি হয়, সেগুলো যে আসলেই গায়ের রঙ ফর্সা করে এমন প্রমাণ নেই; বরং এসব ক্রিম ত্বকে অস্বাভাবিক রকমের সাদা অথবা আরও কালো করে।

তবে বিখ্যাত শিল্পী জেনিফার এনিস্টোন ও কিম কার্দাশিয়ান তাদের রূপচর্চা ও সৌন্দর্যের জন্য লেজার ট্রিটমেন্ট ব্যবহার করে থাকেন। তারা অকপটে এ প্রযুক্তির কৃতিত্বও দিয়েছেন।

তারা এমন এক ক্রিম তৈরি করেছেন, যা মাত্র একটি ব্যবহার করলেই সৌন্দর্যে অধিক বয়সের ছাপ অন্তত ১০ বছর কম দেখাবে। ক্রিমটির নাম ‘এএম এনার্জিং ডে ক্রিম’।

শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, এএম এনার্জিং ডে ক্রিমটি একটি ব্রিটিশ ব্র্যান্ডের ক্রিম। গত জুন মাসে ক্রিমটি বাজারে এসেছে।

ইতিমধ্যে ক্রিমটি চারবার বাজারে সরবরাহ করা হয়েছে। তবে সরবরাহের কয়েক দিনের মধ্যেই সব ক্রিম বিক্রি হয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

0 Shares