নিউটার্ন ডেস্ক :
চলতি মাসে ঘূর্ণিঝড়ের পাশাপাশি তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, এ মাসে এক থেকে দুটি নিম্নচাপ হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ এবং সারা দেশে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এছাড়া ৩-৬ দিন কালবৈশাখী এবং মাসের শেষার্ধে উত্তর-পূর্বাঞ্চলে ভারি বর্ষণে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে।
গেল ২১-২৯ মার্চ পর্যন্ত তাপপ্রবাহ বয়ে যায়। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।