Home » আন্তর্জাতিক » এবার লক্ষ্য সিরিজ জেতা

এবার লক্ষ্য সিরিজ জেতা

 

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি ইতিহাস গড়েই জিতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আর একটি ম্যাচ জিতলে ভারতের মাটিতে প্রথম কোনো সিরিজ জেতার ইতিহাসও তৈরি হয়ে যাবে। সে লক্ষ্যেই রয়েছেন টাইগার লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

গতকাল রোববার অরুন জেটলি স্টেডিয়ামে তিন ওভারে মাত্র ২২ রান দিয়ে দুই উইকেট তুলে নেন বিপ্লব।

আজ সোমবার টিম হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারত বধের অন্যতম এই নায়ক বলেন, ‘ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে আমরা এগুবো। আমাদের লক্ষ্য থাকবে সিরিজ জেতা।’

ত্রিদেশীয় সিরিজে তাক লাগিয়ে দলে জায়গা করে নেওয়া বিপ্লব দলের সঙ্গে এখন রাজকোটে। সেখানে সৌরাষ্ট ক্রিকেট স্টেডিয়ামে রোহিতদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামবেন টাইগাররা।

প্রথম ম্যাচে জয় পেয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে টিম বাংলাদেশ। ধকল না কাটলেও সকালে আবার যাত্রার আগে সবাই ছিলেন হাসিমুখে। দলের আত্মবিশ্বাস নিয়ে এই লেগি বলেন, ‘ভারত অনেক শক্তিশালী দল, তাদের বিপক্ষে ভালো খেলা জরুরি ছিল আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ সেটা আমরা পেরেছি।’

নিজের পারফর্মেন্স নিয়েও কথা বলেন বিপ্লব। তার মতে, ‘ভালো দলের বিপক্ষে পরিকল্পনাটা অন্যরকম হয় কীভাবে কি করতে হয়। ব্যাটসম্যান ভেবে বল করা, ব্যাটসম্যান কী চাচ্ছে সেটার উপর নির্ভর করে ডেলিভারি দেওয়া। কোচ আছেন আশা করি আলোচনা হবে পরের ম্যাচগুলোতে কীভাবে আরও ভালো করা যায়। আর আমরা সবাই আত্মবিশ্বাসী ছিলাম ভালো কিছুর ব্যাপারে আলহামদুলিল্লাহ সেটা হয়েছে।’

নিউটার্ন.কম/AR

17 Shares