যেখানে থেমেছি আমি একদিন ঈশা খাঁর ফৌজ
রৌদ্রের চাতুর্যময় বাতাসে হেলান দিয়ে শোনে
যুদ্ধলব্ধ ঢেউ আর পথে পথে কাহ্নপার পদ।
এখানে বাড়ির পাশে সারাদিন আরশিনগর
ডোমিনী বঁধুয়া হাসে সার্বভৌম বাতাসের পথে
বখতিয়ারের ঘোড়া পানি খায় মহুয়ার হাতে
যে ডাকে আমার বাড়ি আইয়ো রে ভ্রমর আমি কারে
দেখাব মনের দুঃখ কোন রাধারমণের কাছে!
সারাটা আকাশে প্লেন, কী উদ্বিগ্ন নাবিক সহজ
দেখে কাঁটাতারে একা ঝুলছে ফেলানী, বোন তার!
বিপুল মেয়েরা আসে খনার প্রবল জিভ নিয়ে।
স্বজন পাঠালে কিছু যেই ঘ্রাণ প্রবাসীরা পায়
টিফিন বাটির মুখ খুলে, শরীর শিউরে ওঠে সারা
আচমকা সমস্ত রুহ টের পায় এ-ই বাংলাদেশ!
সূত্র : পিআইডি