Home » আন্তর্জাতিক » ওভার ব্রিজে আটকা পড়লো বিমান! (ভিডিও)

ওভার ব্রিজে আটকা পড়লো বিমান! (ভিডিও)

ভিডিওটি দেখতে ক্লিক করুন

বিশাল একটি বিমানকে নিয়ে যাওয়া হচ্ছি ট্রেলারে করে। কিন্দু ফুটওভার ব্রিজের নিচে দিয়ে যেতে গিয়ে ফাঁদে আটকা পড়ে। সেই দৃশ্যের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য ঘটনাটি চীনের হারবিন অঞ্চলে ঘটেছে।

সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি প্লেনের মূল অংশ (ডানা ছাড়া) ট্রেইলার ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু, সড়কের মধ্যে সেটি একটি ফুটওভার ব্রিজের নিচে আটকে যায়। ট্রেইলার ট্রাকের চাকাগুলো একটু বেশি উঁচু হওয়াতেই এই ঝামেলা বাঁধে।

এমন অস্বাভাবিক বিপত্তি থেকে উদ্ধার পেতে দুশ্চিন্তায় পড়ে যায় কর্মীরা। কীভাবে ব্রিজটি ভাঙা ছাড়াই প্লেনটি উদ্ধারের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নেয়া হয় এসময়। তবে শেষ পর্যন্ত ট্রাক চালকের বুদ্ধিতেই প্লেনটি উদ্ধার করা সম্ভব হয়।

ট্রাক চালক বুদ্ধি করে ট্রাকের চাকা খুলে নেন। ট্রেলার ট্রাকের চাকা বেশ উঁচু হয়। চাকা খুলে ফেলায় প্লেনটি নিচে নেমে আসে। পরে সহজেই প্লেনটি উদ্ধার করা সম্ভব হয়।

নিউটার্ন.কম/RJ

23 Shares