কবি- মো. দেলোয়ার হোসেন খান
খুব যতনে গড়েছেন তারে এক দক্ষ কুমোরে
সর্ব অঙ্গ সাজিয়েছেন তিনি নানান রঙের মনোহরে।
মুখ খানি তার সুশ্রীকারুকার্য
মায়াভরা চোখের চাহন
মেঘকালো কেশ দেখে সবাই
করিতে চায় হরণ ।
অটল টাকা আছে যার
সেই কিনে বার বার
নিরীহ পুতুলটিকে
একবার ভাঙ্গে আবার কিনে
ফিরে তাকায় না’ক’ তার দিকে।
কেউ কিনে তাকে শখ করে
অতল ভালোবেসে
একটু খানি ঠোকা খেলে সে চোখের জলে ভাসে।
কেউবা আবার পুতুলের তরে তাজমহলও গড়ে,
কেউবা আবার ভালোবেসে পুতুলের বিরহে মরে।
আমি নির্বাক হই তখন
পায় না কো খুঁজে যখন
এইরহস্যের কূল,
কেন বিধি বানালেন ঐরঙ্গের পুতুল?
আমি হিংসা করি ঐ পুরুষদেরকে যারা মনের হরষে নষ্ট করে-
শত পুতুলদেরকে।
তারা কুলাঙ্গার ও জ্ঞানহীন
তারা জানে নাকো
এই বসুধা সুন্দর হতে পারেনা এই পুতুল দের বিহীন।
বি.এ অনার্স, এম.এ ( ইংরেজি সাহিত্য)
গোবিন্দশ্রী, মদন,নেত্রকোণা