Home » আন্তর্জাতিক » ‘কবীর সিং’ দেখার পর গার্লফ্রেন্ডকে খুন করেন ‘ টিকটক স্টার’!

‘কবীর সিং’ দেখার পর গার্লফ্রেন্ডকে খুন করেন ‘ টিকটক স্টার’!

 

প্রতিক্রিয়ায় যা বললেন ফিল্ম-পরিচালক শাহিদ কাপুর অভিনীত ‘কবীর সিং’ বলিউডে কার্যত দাপিয়ে বেড়িয়েছে। একাধিক রেকর্ড গড়ে ছবিটি বড়সড় সাফল্যের খতিয়ান লিখেছে। তবে এই ছবির হাত ধরে বিতর্কও কিছু কম হয়নি। এবার শোনা যাচ্ছে, টিকটক স্টার জনি দাদা ওরফে অশ্বিনী কুমার তাঁর গার্লফ্রেন্ডকে হত্যা করেছেন এই ছবি থেকে অনুপ্রণিত হয়ে! এমন অভিযোগ ঘিরে মুখ খুলেছেন ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ‘কবীর সিং’ ছবিতে দেখানো হয়েছে, এক প্রেম কাহিনি। যে প্রেম কাহিনির পরতে পরতে ছিল প্রতিশোধ আর প্রতি হিংসার গল্প। বিতর্ক ওঠে, ছবিটিতে মহিলাদের ওপর পুরুষের মারধরের ঘটনাকেই বেশি উজ্জ্বল করে দেখিয়েছে। এবার অভিযোগ উঠছে, এই ছবি থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের গার্লফ্রেন্ডর খুন করেছেন টিকটক স্টার জনি দাদা। কারণ, বিভিন্ন টিকটক ভিডিওতে জনি দাদাকে দেখা গিয়েছে ‘কবীর সিং’ ছবির সংলাপ বলতে। গোটা বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ছবির পরিচালক সন্দীর বঙ্গা। তিনি বলেন, ‘ যদি ছবিটি দেখা যায়, তাহলে লক্ষ্য করা যাবে যে কেন্দ্রীয় পুরুষ চরিত্রটি নিজেই নিজেকে শেষ করতে উদ্যত হয়েছে। ‘ ফলে, ছবির সঙ্গে ওই খুনের ঘটনার কোনও যোগাযোগ নেই। এমনই বক্তব্য সন্দীপ রেড্ডি বঙ্গার।

নিউটার্ন.কম/AR

0 Shares