Home » জাতীয় » ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর কর্মকর্তারা

‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর কর্মকর্তারা

নিউটার্ন ডেস্ক :
চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহার করেছে আন্দোলনরত জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের কর্মকর্তারা।

রোববার রাতে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বিবিসি

এর আগে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের সাথে বৈঠকে বসেন তারা। ঢাকার তেজগাঁওয়ের বাংলাদেশ চেম্বার অব কমার্সের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা এই সমঝোতা বৈঠক করেন।

বৈঠক শেষে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, “অর্থ উপদেষ্টার সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে কিছু বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়া গেছে। অন্যদিকে সরকার রাজস্ব ব্যবস্থার সংস্কারে যে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে, তাকে ঐক্যপরিষদ স্বাগত জানায়। আমরা এই কমিটির সাথে সক্রিয়ভাবে কাজ করে ট্যাক্সই রাজস্ব সংস্কার করতে অবদান রাখতে পারবো বলে আশা করি”।

তিনি বলেন, “এমতাবস্থায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্যপরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এতদ্বারা প্রত্যাহার করেছে”।

প্রায় দেড় মাস ধরে সংস্কার ইস্যু ও এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

এর ধারাবাহিকতা শনিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের সংগঠন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

এর আগে রোববার দুর্নীতি দমন কমিশন জানিয়েছিল, ঘুসের বিনিময়ে কর দাতাদের কর ফাঁকি দেয়ার সুযোগ করে দেয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে। এই কর্মকর্তাদের মধ্যে আন্দোলনে নেতৃত্ব দেয়া কয়েকজন কর্মকর্তাও রয়েছেন।

অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘তথাকথিত’ আন্দোলন পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক, যা জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকারের চরম পরিপন্থি।

তবে রোববার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের বিদ্যমান সংকট সমাধানে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের সভাপতিত্বে পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করে সরকার।

0 Shares