Home » জাতীয় » করোনাভাইরাস: একাত্তরতম দিনে শনাক্ত হলো ১২৭৩ জন, মৃত্যু হলো ১৪ জনের

করোনাভাইরাস: একাত্তরতম দিনে শনাক্ত হলো ১২৭৩ জন, মৃত্যু হলো ১৪ জনের

 

নিউটার্ন ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় ১২৭৩ জন কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন। মোট কোভিড ১৯ রোগী সনাক্ত হয়েছে ২২২৬৮ জন।২৪ ঘণ্টা ৪২ টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে। নতুন করে যোগ হয়েছে সাভারের এনাম মেডিকেল কলেজ।৮১১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। মোট পরীক্ষা করা হয়েছে ১৭৫৪০৮টি।

১৪ জন নতুন করে মারা গেছেন।যাদের মধ্যে ১৩জনই পুরুষ ও একজন নারী।

হাসপাতালে মারা গেছেন ১৩জন ও বাসায় মারা গেছেন একজন।

এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩২৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১০টি আইসিউ বেড বেড়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ে।

গত ২৪ ঘণ্টায় ২ লাখ ২৭ হাজার ৭৭৩ টি ফোন কল এসেছে স্বাস্থ্য অধিদফতরের কাছে।

এ পর্যন্ত মোট ৫৮লাখ ১২ হাজার ৪৭৩টি ফোন কল গ্রহণ করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত কোভিড-১৯এ আক্রান্ত বলে সনাক্ত হয়েছেন ২২ হাজারের বেশি রোগী।

যার মধ্যে ১১ হাজারের মতো রোগী ২০ থেকে ৪০ বছর বয়সী। ২০ বছরের নিচে আছে ১১ শতাংশ।

৪০ থেকে ষাট বছর বয়সের মধ্যে আছেন ৩১ শতাংশ রোগী। ষাট বছরের ওপরে আছে আট শতাংশ রোগী।

308 Shares