Home » আন্তর্জাতিক » করোনাভাইরাস : বিশ্বে সনাক্ত রোগী ৭০ লাখ ছাড়াল

করোনাভাইরাস : বিশ্বে সনাক্ত রোগী ৭০ লাখ ছাড়াল

 

আন্তর্জাতিক ডেস্ক :

ব্রাজিল-ভারতে নতুন করোনাভাইরাস সংক্রমণ বাড়ার মধ্যেই বিশ্বে সনাক্ত রোগীর সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

নিজেদের পরিসংখ্যানের ভিত্তিতে শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে বিশ্বজুড়ে নতুন করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা চার লাখের কাছাকাছি পৌঁছানোর কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অতি সংক্রামক এই ভাইরাসে আক্রান্তদের প্রায় ৩০ শতাংশ বা ২০ লাখ সংক্রমণ ঘটেছে শুধু যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় অবস্থানে পৌঁছে গেছে ল্যাতিন আমেরিকা, মোট আক্রান্তের ১৫ শতাংশের বেশি ওই অঞ্চলের।

0 Shares