Home » জাতীয় » করোনা ভাইরাসের টিকা নিলেন সাংবাদিক আককাস আলী

করোনা ভাইরাসের টিকা নিলেন সাংবাদিক আককাস আলী

 

নওগাঁ প্রতিনিধি : মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আককাস আলী করোনা ভাইরাসের টিকা নিলেন। তিনি সকল মিডিয়া কর্মি,পুলিশ ও প্রবিণদের করোনা ভাইরাসের ডোজ নিয়ার জন্য আহব্বান জানান।

আরও পড়ুনঃ

পাল্টে গেছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর দৃষ্যপট

কুমিল্লার তিতাসে লম্পট মোতালিব অপরহণ করেছে শাবনূরকে

 

 

তিনি বলেন, আমি প্রথম ডোজ নিয়ে সুস্থ আছি আপনারাও এই টিকা নিয়ে সুস্থ থাকুন,মনে রাখবেন গুজবে কান দিবেন না। রেজিস্ট্রেশন করুন, টীকা নিন। নিরাপদে থাকুন।বুধবার সকাল ১০টায় তিনি ও তার সহধমর্ণী আসমা নাহার আশা করোনা ভাইরাসের টিকা নেন।r

0 Shares