Home » আন্তর্জাতিক » করোনা ভাইরাসে বাংলাদেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত আর সুস্থতার সংখ্যা প্রায় সমান, মৃত্যু ৪৮ জনের

করোনা ভাইরাসে বাংলাদেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত আর সুস্থতার সংখ্যা প্রায় সমান, মৃত্যু ৪৮ জনের

নিউটার্ন ডেস্ক :
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর এই সময়ে আরও ২,৬৯৫ জনের দেহে করোনাভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩,০৮৩ জনে মৃত্যু হলো। আর আক্রান্ত হিসেবে এখন পর্যন্ত মোট সনাক্ত হয়েছেন ২,৩৪,৮৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৬ জন পুরুষ, আর নারী ১২ জন। এই একদিনে ১২,৯৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে বাংলাদেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১১,৬৪,১৯৫টি। সামগ্রিকভাবে নমুনা পরীক্ষার বিপরীতে সনাক্তের হার ২০.১৮ শতাংশ।
তবে, গত ২৪ ঘণ্টায় যে পরিমাণ নমুনা পরীক্ষা হয়েছে, তার বিপরীতে সনাক্তের হার ২০.৮৩ শতাংশ। বাংলাদেশে রোগী সনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৩১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২,৬৬৮ জন। তিনি জানান, সুস্থতার হার ৫৬.৬১ শতাংশ।

সারা বিশ্বে ১ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ১৬০ জন এখন পর্যন্ত সনাক্ত হয়েছেন। মারা গেছেন ৬ লাখ ৬৭ হাজার ২১৮ জন। সুস্থ হয়েছেন প্রায় ১ কোটি মানুষ।
যুক্তরাষ্ট্রে প্রায় ৪৪ লাখ রোগী পাওয়া গেছে, মারা গেছেন দেড় লাখ।
ব্রাজিলে সাড়ে ২৫ লাখ রোগীর মধ্যে মারা গেছেন ৯০ হাজার।
ভারতে রোগী পাওয়া গেছে ১৫ লাখ, মারা গেছেন ৩৪ হাজার ১৯৩ জন।

0 Shares