Home » জাতীয় » করোনা সংকটঃ জেলা ত্রাণ তহবিলে এক লক্ষ টাকার অনুদানের চেক প্রদান

করোনা সংকটঃ জেলা ত্রাণ তহবিলে এক লক্ষ টাকার অনুদানের চেক প্রদান

ভোলা প্রতিনিধি :
করোনা সংকট মোকাবেলায় ভোলায় বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের পক্ষ থেকে অসহায়,হতদরিদ্র ও শ্রমজীবী মানুষর সহোযোগিতায় ভোলা জেলা ত্রাণ তহবিলে এক লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
সোমবার সকালে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকের হাতে এই অনুদানের চেক প্রদান করেন কোস্ট ট্রাস্ট সংস্থার নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, কোস্ট ট্রাস্টের ভোলা জেলা প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান, কোস্ট ট্রাস্টের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী আব্দুর রব।
এছারা করোনা সংকট মোকাবেলায় অসহায়,হতদরিদ্র ও শ্রমজীবী মানুষর সহোযোগিতায় বোরহানউদ্দিন,তজুমদ্দিন, দৌলতখান, মনপুরা, লালমোহন ও চরফ্যাসন উপজেলা ত্রাণ তহবিলে কোস্ট ট্রাস্টের পক্ষ থেকে অনুদান সহায়তা প্রদান করা হয়েছে।

16 Shares