Home » আন্তর্জাতিক » কারো আগ্রাসন মেনে নেবে না ইরান- খামেনি

কারো আগ্রাসন মেনে নেবে না ইরান- খামেনি

 

 

 

 

 

আন্তর্জাতিক ডেস্ক :

ইরান কারও ক্ষতি করেনি এবং “কোনও পরিস্থিতিতেই কারও আগ্রাসন” মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে একথা বলেছেন তিনি।বিবিসি

খামেনি বলেছেন, ইরান কারও আগ্রাসনের কাছে নতি স্বীকার করবে না এবং এটিই ইরানি জাতির “যুক্তি”।

0 Shares