Home » সারাদেশ » কালিয়াকৈরে চলন্ত কাভার্ডভ্যানে আগুন

কালিয়াকৈরে চলন্ত কাভার্ডভ্যানে আগুন

 

ইয়ামিন হোসেন পাটোয়ারী, কালিয়াকৈর, গাজীপুরঃ

গাজীপুর কালিয়াকৈর আনসার একাডেমীর সামনে চলন্ত একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (১৬ই আগস্ট) ভোরের দিকে উপজেলার সফিপুর আনসার একাডেমীর সামনে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, আনসার একাডেমীর সামনে চলন্ত কাভার্ডভ্যানের সামনে অংশ হঠাৎ করেই আগুন লেগে উঠে। স্থানীয়রা ফায়ারসার্ভিস কে খবর দিলে ঘটনা স্থলে ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায় কাভার্ডভ্যানে কারখানার মালামাল ছিল তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

কালিয়াকৈর ফায়ারসার্ভিসের ওয়্যার হাউজের ইন্সপেক্টর জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু কাভার্ডভ্যানে সামনের অংশ ততক্ষণে পুড়ে যায়।

0 Shares