Home » তথ্যপ্রযুক্তি » কুমিল্লার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে রোবটিক্স ল্যাব স্থাপন

কুমিল্লার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে রোবটিক্স ল্যাব স্থাপন

নিউটার্ন প্রতিবেদক : জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা রোবটিক্স ও প্রোগ্রামিং ক্লাবের সহায়তায় পাঁচটি স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে রোবটিক্স ল্যাব। সোমবার বেলা ১১টায় উপজেলার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ভার্চুয়ালি অংশগ্রহণ করে জুম কনফারেন্সিং প্ল্যাটফর্মে একযোগে এই ল্যাবগুলো উদ্বোধন করেন। এসব ল্যাবে বেসিক রোবট বানানোর থ্রিডি প্রিন্টার ও ফিলামেন্ট, সেন্সর, বেসিক কার কিট, বেসিক ইলেকট্রনিক কিট, লজিক গেইক আইসি কিট, পাওয়ার সাপ্লই, লিথিয়াম ব্যাটারিসহ নানা যন্ত্রপাতি স্থাপন করা হয়। ল্যাবের বাইরেও এই পাঁচটি প্রতিষ্ঠানে রোবটিক্স ক্লাব স্থাপন করা হয়। ক্লাবের সদস্যদের ইতোমধ্যেই প্রোগ্রামিং ও রোবটিক্স বিষয়ে তিনটি স্বল্পমেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ল্যাব স্থাপন করা অন্য চারটি প্রতিষ্ঠানে হলো, ভগবান সরকারি মাধ্যমিক বিদ্যালয়, জিরুইন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, আলহাজ আবু তাহের কলেজ, বেগম দিলরোজ ওবায়দুল্লাহ কারিগরি ইন্সটিটিউট।

এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বাসসকে বলেন, আমার জানামতে উপজেলা পর্যায়ের স্কুলে এটিই বাংলাদেশের প্রথম রোবটিক্স ল্যাব। এই ল্যাবগুলোর মাধ্যমেই বাংলাদেশে চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী মানবসম্পদ গড়ে তোলা যাবে। এতে করে বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর হওয়া সহজতর হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহমদ, প্রধান শিক্ষক মমিনুল ইসলাম ভূঁইয়া, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল প্রমুখ।
নিউটার্ন/এআর

0 Shares