Home » জাতীয় » কুমিল্লায় ওয়ার্ড মেম্বারের বাড়ি থেকে মাদক, বুলেট উদ্ধার

কুমিল্লায় ওয়ার্ড মেম্বারের বাড়ি থেকে মাদক, বুলেট উদ্ধার

 

গাজী রবিউল আলম,কুমিল্লা :
কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শফিক মেম্বারের ঘর থেকে মাদক ও বুলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৫৮০ পিস ইয়াবা , ১৯ পিস যৌন উত্তেজক ওষুধ , পিস্তলের ২ রাউন্ড, রিভলবারের ৪ রাউন্ড বুলেট এবং ২৬টি বিয়ারের খালি ক্যান জব্দ করা হয়।তবে শফিক মেম্বার পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১২ টায় পাঁচথুবি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ছাওয়ালপুর গ্রামে শফিক মেম্বারের বাড়িতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সোহান সরকারের নেতৃত্বে শফিক মেম্বারের আত্মীয়-স্বজনের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ছত্রখিল ফাঁড়ির ইনচার্জ শেখ মফিজুর রহমান, এসআই শরিফুর রহমান, এসআই আরমান হোসাইন, এসআই আনোয়ার হোসেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সোহান সরকার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে পূর্বে মাদকের আরো একটি মামলা রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শফিক মেম্বার বিএনপির রাজনীতির সাথে জড়িত।

0 Shares