Home » জাতীয় » কুমিল্লায় বালুবাহী ট্রাকের চাপায় অটোরিক্সার ৩ যাত্রী নিহত

কুমিল্লায় বালুবাহী ট্রাকের চাপায় অটোরিক্সার ৩ যাত্রী নিহত

 

গাজী রবিউল আলম, কুমিল্লা :
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় শহরতলীর বালুবোঝাই ড্রাম ট্রাকের চাপায় অটোরিক্সার ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও ৪ জন।

রোববার (৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার পালপাড়া ব্রিজের চৌরাস্তায় এ দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লা শহরতলী ডুমুরিয়া চাঁনপুর এলাকার ফুল মিয়ার ছেলে হেলাল মিয়া (৬০), মকবুল হোসেনের ছেলে মতিন মিয়া (৬৫) ও ফোরন মিয়ার ছেলে আবদুল কাদের (৭০)।

স্থানীয়রা জানান, কুমিল্লা শহরতলী ডুমুরিয়া চাঁনপুর থেকে একটি ব্যাটারি চালিত অটো রিকশা যোগে ৭জন গোমতী নদীর ময়নামতি অংশে ছিপ দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন। পালপাড়া ব্রিজের দক্ষিণ মোড়ে যাওয়ার পর ময়নামতির দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে দুইজন ও ঢাকা নেয়ার পর একজন মারা যান। নিহতরা সবাই সহপাঠী। শখের বসে তারা মাছ ধরতে যাচ্ছিলেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, পালপাড়া ব্রিজের দক্ষিণ মোড়ে ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

0 Shares