Home » জাতীয় » কৃষিজমির মাটিকাটা ও ইটভাটা বন্ধের দাবীতে মুন্সীগঞ্জে মানববন্ধন
কৃষিজমির মাটিকাটা ও ইটভাটা বন্ধের দাবীতে মুন্সীগঞ্জে মানববন্ধন

কৃষিজমির মাটিকাটা ও ইটভাটা বন্ধের দাবীতে মুন্সীগঞ্জে মানববন্ধন

শহিদ শেখ (পাখি) মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

বালি উত্তোলন,মাটি কাঁটা,ত্রি-ফসলি জমি রক্ষা ও ইট ভাটা বন্ধের দাবীতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন হয়েছে। এসময় মানববন্ধন কারীদের কর্মসূচি পালনে বাঁধা প্রদান করেন মাটিদস্যুরা। সোমবার সকাল ১১ টায় জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধণ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্থ্য জমি মালিকরাসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ ঝিনাইগহের শৈলকুপায় ফসলি জমির মাটি ইটভাটায়

সুনামগঞ্জে ব্রাহ্মণগাঁও ইটভাটার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

এসময় মানববন্ধন কারীরা বলেন, কৃষিজমি থেকে স্থানীয় ভূমিদস্যু ও মাটিদস্যুরা খিদিরপুর,চন্ডিবর্দ্দি,নয়াগাও বাজার,রামকৃষ্ণদি,কংশপুরাসহ বিভিন্ন গ্রামের মাটি প্রকাশ্যে কেটে নিয়ে যাচ্ছে । তারা বেকুুর দিয়ে জোর পূর্বক কৃষিজমির মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করছে।

ফলে তিন ফসলি কৃষিজমি দিনে দিনে হারিয়ে যাচ্ছে। এ অবস্থা দীর্ঘ ১০ ববছর যাবত চলে আসছে । এতে করে হুমকিতে পড়েছে জাতীয় গ্রীডের বিদ্যুৎতের টাওয়ার,পল্লী বিদ্যুতের খুঁটিসহ হুমকিতে রয়েছে বসতবাড়ী ধুলাবালিতে ক্ষতিগ্রস্থ্য হচ্ছে পরিবেশ। মাটিকাটার বন্দের বিষয়ে প্রশাসনের কর্তাব্যক্তিদের একাধিকবার অবহিত করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। কেউ বাঁধা দিলে তারা প্রানন্বাশের হুমকিসহ নানা ধরনের ভয়বীতি প্রদর্শন করে মাটি দস্যুরা ।

 

0 Shares