Home » সাহিত্য » কৃষ্ণচূড়া মন – মার্জেনা চৌধুরী

কৃষ্ণচূড়া মন – মার্জেনা চৌধুরী

বৃষ্টিস্নাত প্রহর উপচে পড়া আবেগ
মিনতি সাকুল্যে অবধারিত পায়ে,
প্রতিষ্ঠা চাই জীবন অলিন্দে
পাল তুলেছি মোর ভাঙা নায়ে!
এক পায়ে দাঁড়িয়ে আছি
কোলন ড্যাসের অবয়ব ধরে,
ইচ্ছের ঘুড়ি মিতালী বুনে
পরাণের শেষ সূতা ছিঁড়ে !!
বিত্তের বাইরে থেকে এসেছি
ছেঁড়া জীবনের ইতিবৃত্ত সাজে,
আজ বৃষ্টি মুখরিত সকাল
কৃষ্ণচূড়া ফুল চেনা যায় সহজে!

0 Shares