Home » জাতীয় » কোল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট শিশু!

কোল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট শিশু!

 

দিনাজপুরের বীরগঞ্জে খুলনাগামী বিআরটিসি বাসের যাত্রী মায়ের কোল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের শামীম আশরাফ শাওনের স্ত্রী ছিনথিয়া সিমনেরর কোল থেকে পড়ে তার দুই বছরের শিশু ছেলে নিহান মারা যায়।

জানা গেছে, ৮নং ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামে নানার বাড়িতে বেড়ানো শেষে বাড়িতে ফেরার পথে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌছালে গাড়িটি হার্ড ব্রেক করে। এসময় গাড়ির দরজা দিয়ে শিশুটি পাকা সড়কের উপর পড়ে গেলে একই গাড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভীন মায়ের কোলের শিশু নিহতের সংবাদ নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে পরিবারের কাচে হস্তান্তর করেছে।

নিউটার্ন.কম/RJ

110 Shares