Home » আন্তর্জাতিক » ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা, মুনকে একহাত নিলেন কিমের বোন

ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা, মুনকে একহাত নিলেন কিমের বোন

 

আন্তর্জাতিক ডেস্ক :

উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘উদ্বেগজনক’ বলায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের কড়া সমালোচনা করেছেন উত্তরের শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে দেয়া দক্ষিণের প্রেসিডেন্টের মন্তব্যকে ‘অমর্যাদাকর’ বলেও অভিহিত করেছেন তিনি।

আরও পড়ুন :

সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতনের ঘটনায় আরও ১জন গ্রেপ্তার

বেনাপোল পেট্টাপোল স্থল বন্দর দিয়ে আমদানি রফতানি সচল:শ্রমিকদের মধ্যে প্রানচাঞ্চল্য

মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র প্রতিবেদনে মুনের বক্তব্যের পাল্টায় ইয়ো জংয়ের বিবৃতি তুলে ধরা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উত্তর কোরিয়া কয়েকদিন আগে জাপান সাগরের কাছে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। তারা যে নিজেদের অস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে ক্ষেপণাস্ত্রের এই সফল পরীক্ষার মাধ্যমে তাই ফুটে উঠেছে বলে ভাষ্য পর্যবেক্ষকদের।

ক্ষেপণাস্ত্র ছুড়ে পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানোর পথে হাঁটছে বলেও মত তাদের।

এ পরীক্ষার পরপরই দক্ষিণের প্রেসিডেন্ট মুন বলেন, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের উচিত সংলাপ চালিয়ে যাওয়ার চেষ্টা করা।

 

0 Shares