Home » আন্তর্জাতিক » খবরের শিরোনামে উল্টো ঝুলে মালাইকা!

খবরের শিরোনামে উল্টো ঝুলে মালাইকা!

 

অভিনয় করুন না করুন মালাইকা অরোরা কিন্তু খবরে। কখনো অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের খবরে। বেশির ভাগ সময় শরীরচর্চা করে। এই ছবিকেই দেখুন। উল্টে ঝুলছেন মালাইকা। কী অনায়াসে। কতখানি ফিটনেস থাকলে এভাবে নিজেকে ভেঙেচুরে নেওয়া যায়!

মালাইকা এই ছবি সোশ্যালে আসতেই আলোচনা শুরু হয়। নেটিজেনদের বেশির ভাগই মুগ্ধ মালাইকার এই অভিনব শরীরচর্চায়। অনেকেই প্রশংসা করে বলেছেন, ফর্টি প্লাস প্লাস বয়সেও মালাইকা কত ফিট।

ছবিতে অভিনেত্রী মালাইকা অরোরা এরিয়াল যোগাভ্যাস করতে দেখা গেছে। কাপড়ের সাহায্যে ঝুলে রয়েছেন তিনি। সবাই দেখে বলছেন, মালাইকার এই ফিটনেস সবাইকে সুস্থ থাকার জন্য অনুপ্রাণিত করে।

যদিও মালাইকার এই মন্তব্য দেখে নেট-নিন্দুকদের মন্তব্য, আরবাজ অতীত। অর্জুন আছেন না গেছেন! বোঝার উপায় নেই। কিন্তু খবরে থাকতে হবে তো! তাই উল্টে ঝুলেই সোশ্যাল গরম করছেন ফিটনেস সুন্দরী!

নিউটার্ন.কম/AR

4 Shares