Home » ইতিহাস ঐতিহ্য » খাগড়াছড়িতে পালিত হলো ১৫ই আগষ্ট

খাগড়াছড়িতে পালিত হলো ১৫ই আগষ্ট

খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে সারাদেশের ন্যায় পালিত হলো ১৫ই আগষ্ট। ভোরে আওয়ামী লীগের দলীয় অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো ব্যাজ পড়ার মধ্য দিয়ে শুভ সুচণা হয়।
ভোরে সূর্য উঠার সাথে সাথেই আওয়ামী লীগের দলীয় অফিসে আস্তে আস্তে নেতা কর্মীদের আগমন শুরু হয়। সকাল ৮টার সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে খাগড়াছড়ির এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের শাপলা চত্বর পৌর টাউন গিয়ে শেষ হয় পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষ করেন। সকালের পর্ব শেষ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সব শেষে সাংবাদিকদের সংগঠন খাগড়াছড়ি প্রেম ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সাংবাদিকদের মধ্যে ফূল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিক জীতেন বড়ুয়া, আবু তাহের মোহাম্মদ, আজীমুল হক, সাংবাদিক ও এ্যাডভোকেড জসীম উদ্দিন মজুমদার, সাংবাদিক চাইথোয়াই মার্মা প্রমুখ

0 Shares