মোঃ লোকমান হোসেন খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় যথোপযুক্ত মার্যাদায় অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রিয় মাতৃভাষার মার্যাদা, অধিকার রক্ষা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত অগুণিত শহীদের রক্তে রঞ্জিত অমর একুশে ফেব্রুয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস বরাবরের মতো এবারও শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ ও পালন করেছে মহালছড়ি উপজেলাবাসী।
আরও পড়ুনঃ গোবিন্দপুর গ্রামের মাঠে ১৪তম বাৎসরিক অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও লীলা সংকীর্ত্তণ মহোৎসব
তাহিরপুরে লোহার রড দিয়ে পিটিয়ে প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দূরর্বৃত্তরা
এদিন উপজেলার সরকারী দল আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন সমূহের কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা যথাযথ নিয়ম মাফিক উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্ফার্ঘ্য অর্পন উপজেলার শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর মূরালে পূস্ফার্ঘ্য অর্পন এবং আলোচনা সভানুষ্ঠান করেন।
উপজেলা বিএনপি ও তাঁদের অঙ্গসংগঠন সমূহ যথাযথ নিয়মে কর্মসূচী পালন করেন এবং শহীদ মিনাটের পূষ্ফার্ঘ্য অর্পন করেন। এছাড়াও উপজেলা প্রশাসন, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব, গণতান্ত্রিক আঞ্চলিক রাজনৈতিক সংগঠণ ও তাঁদের অঙ্গ সংগঠনসহ এলাকার বিভিন্ন সংগঠনসহ প্রতিষ্ঠান শহীদ মিনারে পুস্ফস্তবক অর্পন করেন। আর্ন্তজাতিক মাতৃ ভাষা ও মহান শহিদ দিবস পালন উপলক্ষে এদিন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন ও সরকারী বেসরকারী অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এদিন উপজেলা প্রশাসনও অন্যান্য একাধিক কর্মসূচী পালন করেন বলে জানা যায়।