Home » জাতীয় » গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

 

মে‌হেরপুর প্রতি‌নি‌ধি : মেহেরপুর জেলার গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় সাদিক হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সাদিক গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের তেরাইল গ্রামের সম্রাট আলীর ছেলে। শনিবার বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় শিশু সাদিক আহত হয়েছিল।

স্থানীয়রা জানান, সাদিক তেরাইল গ্রামের একটি সড়ক পার হচ্ছিল। এসময় গাংনীর দিক থেকে আসা এক‌টি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে,সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সা‌দিক মারা যায়।

0 Shares