Home » জাতীয় » গুইমারায় নারী কৃষক সমাবেশ অনুষ্ঠিত

গুইমারায় নারী কৃষক সমাবেশ অনুষ্ঠিত

লোকমান হোসেন, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলা গুইমারা উপজেলায় বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে এক নারী কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ”সবাইকে নিয়ে এক সাথে বিকশিত হোন,শরীরের যত্ন নিন,“সুস্থ থাকুন,আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার সকালে জেলা গুইমারা উপজেলার টাউনহল সংলগ্ন কার্যালয়ে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস ২০২০উপলক্ষে নারী কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
খাদ্য নিরাপত্তা নেটওর্য়াক(খানি),বাংলাদেশ এর অর্থায়নে লোকাল এনজিও আলো সমাবেশটি বাস্তবায়ন করেন। এনজিওটির আলোর খাগড়াছড়ি জেলা ব্যবস্থাপক সুমেত তালুকদারের সভাপতিত্বে, মনিটর অফিসার হিতার্থী চাকমার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা।
এছাড়াও ইউপি সদস্য তানিমং মারমা, উপজেলা গুইমারা প্রাণিসম্পদ কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা বক্তব্য রাখেন।
এসময় এলাকার নারী কৃষক সমিতির গুইমারা উপজেলার ৮২৪ জন সদস্যের মধ্যে বেশ সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

0 Shares