Home » জাতীয় » গোলাপগঞ্জের হেতিমগঞ্জে রফিকুল ইসলামের স্মৃতি ১ম ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

গোলাপগঞ্জের হেতিমগঞ্জে রফিকুল ইসলামের স্মৃতি ১ম ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জের হেতিমগঞ্জে রফিকুল ইসলামের স্মৃতি ১ম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। গত রোববার বিকেলে স্থানীয় কতোয়ালপুর পশ্চিম পাড়া মসজিদ সংলগ্ন মাঠে অদেখা ফাউন্ডেশনের আয়োজনে ও কতোয়ালপুর ক্রিকেট ক্লাবের পরিচালনায় ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো: গোলাপ আলী।

আরও পড়ুন :

ডিমলায় মুজিববর্ষ উপলক্ষে ঘর পাচ্ছে আরও ১৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার

চট্টগ্রামে নির্বাচনের পরিবেশ আমেরিকার চেয়েও ভালো : সিইসি

অদেখা ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা সদস্য খালেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আজির উদ্দিন আহমদ, আইডিএস গ্রুপের এজিএম জিকে এম সারওয়ার আহমদ, কবি ও দৃশ্য শিল্পি সুমন আহমদ গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী মাহাফুজ আহমদ চৌধুরী, আলোক চিত্র শিল্পি নুর আলম, কবি ও প্রকাশক মালিকুল হক, কবি ও প্রাবন্তি আবিদ ফায়সাল, সমাজসেবী সালেহ আহমদ লুলু। ফাইনাল খেলায় বিজয়ী কতোয়ালপুর ক্রিকেট ক্লাব একটি ফ্রিজ ও রানার্সআপ লক্ষিপাশা ক্রিকেট ক্লাবকে একটি এলইডি টিভি এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের ক্রেস্ট উপহার দেয়া হয়। গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহন করে।
(R)

0 Shares